পোস্টগুলি

গল্প, কবিতা, উপন্যাস...মানুষের মাঝে বেচে থাকুক হাজার বছর।

প্রসঙ্গ তুমি | রহিম রোমান | কবিতা

ছবি
  প্রসঙ্গ তুমি লেখকঃ - রহিম রোমান আমার চোখের শুষ্ক নদে জল এনে দিল.. তোমার নীরব শান্ত চাহনি... তারি সাথে মনে ভূমিকম্প হয়... যদি হারিয়ে ফেলি... তারি যত শত শত ভয়... আমার হাতের মুষ্টিটা আজ শক্তি খুঁজে ফিরে... সেই হাতেরই শক্তি ফিরে তোমার আবেশ ঘিরে... দেখলে তোমায়.. পা দুখানা বেজায় বেয়াড়া, যায় যে কোমায়.. নড়তে চায় না,একটুকু.. তোমায় নিয়ে সারতে চাই গো.. টং দোকানের চা টুকু.. থাকলে তুমি সাথে পাতে.. আমার গায়ের শিরা কাঁপে.. দেখলে তোমায়,অভিধান আমার.. যায় হয়ে শুন্য অসাড়... চিরকালই এক আসক্ত আমি.. যখন শুধু প্রসঙ্গ তুমি।।

একটি বাক্য ◑ কবিতা ◑ রহিম রোমান

  একটি বাক্য 📝লেখকঃ  রহিম রোমান এক কাপ চা হাতে দাড়িয়ে ঐ বেলকনিতে শুধু তারই অপেক্ষায়, বেলাহীন অবেলাতে, কয়েক মুহূর্তের সেই চাহনি, কেড়ে নেয় হৃদের অন্তরখানি। আমি তার অপেক্ষায় সময় নয়, অসময়ের গণ্ডিতে ঘুরপাক খেয়ে রই। শুধু তার ঔষ্ঠ্যফোটা একটি বাক্যের আশায়, সেই মহাবাক্য কি আমার কর্ণভেদ করবে, হবে হোক তা যদিও অমানিশায়। পরোয়া করি শুধু তীব্র আখির বাঁকা পল্লবীকে ভয়ে নয়,হারিয়ে ফেলার আশঙ্কায়, যদি তার মুখের সেই মহাবাক্য পাছে না শুনি। তাই তার কাজেই সায় দিই, তবে তাকে ছেড়ে দিয়ে নয়,আকড়ে ধরে, অসীমের অনন্তে হারিয়ে যেতে চাই, আর একটি চাওয়া তার মুখবাণীর একটি বাক্য সে কি বলবে আমায়, "আমার শুধু তোমায় চাই"। আহ! সেই একটি বাক্যের জন্য প্রহর গুনছি, কবে পাবো শুনতে সেই অমৃত বাক্য।.

জীবনমূখী কবিতা

  ব্যথার নৈবদ্য লেখকঃ- রহিম রোমান নিজের কিছু অনুভূতি বিলিয়ে দিয়ে স্বার্থ রক্ষার্থে নিঃস্বার্থ মানুষটাও আজ একা, সামনে রয়েছে এক ব্যথার প্রাচীর, যা চিরকালই রবে দুর্ভেদ্য, আছে সেখানে এক জীবন্ত শমনাহত লাশের সাজিয়ে রাখা ব্যথার নৈবদ্য, যা অজানায় রয়ে যাবে সহস্র,নিযুত অব্দ, শুধু রবে ক্ষীণ হাওয়া বয়ে যাওয়া শব্দ। সকল নৈবদ্য যে,সবাই নিতে চায় না, করে না,তার জন্য কোনো বায়না, কেন নিবে? তা যদি হয় রক্তমাখা আয়না? তারই এক অবসর এই ব্যথার নৈবদ্য, যার অপেক্ষায় শুধু একা একজন অবাধ্য, দুর্ভেদ্য, পথিক, যে ছিল রুদ্ধ। রুদ্র প্রতাপের মতো তার চাহনি,ব্যথার নৈবদ্য লেখকঃ- রহিম রোমান নিজের কিছু অনুভূতি বিলিয়ে দিয়ে স্বার্থ রক্ষার্থে নিঃস্বার্থ মানুষটাও আজ একা, সামনে রয়েছে এক ব্যথার প্রাচীর, যা চিরকালই রবে দুর্ভেদ্য, আছে সেখানে এক জীবন্ত শমনাহত লাশের সাজিয়ে রাখা ব্যথার নৈবদ্য, যা অজানায় রয়ে যাবে সহস্র,নিযুত অব্দ, শুধু রবে ক্ষীণ হাওয়া বয়ে যাওয়া শব্দ। সকল নৈবদ্য যে,সবাই নিতে চায় না, করে না,তার জন্য কোনো বায়না, কেন নিবে? তা যদি হয় রক্তমাখা আয়না? তারই এক অবসর এই ব্যথার নৈবদ্য, যার অপেক্ষায় শুধু একা একজন অবাধ্য, দুর্ভেদ্য,...

নিশ্চুপ নিশাচর ◑ কবিতা ◑ রহিম রোমান

  নিশ্চুপ নিশাচর 📝লেখকঃ - রহিম রোমান চারদিকে নিশ্চুপ নিঝুম এক রাত, রোমন্থন করি তোমায় না পাওয়ার সাধ! কতই না স্মৃতিকাতর আমি তুমি যদি আঁচ করতে, তাহলে হয়তো বিচ্ছেদের কিছুই আসতো না। এই সময়ে কে যেন নীরবতাকে ভূলুণ্ঠিত করছে, হয়তো তোমাদের ঐ রজনীবিলাশি দল, তারা আমার মতো ধ্রুপদকে দেখতেই পারে না, তবে আমি যে এক নিশাচর, তাই তাদের প্রতি কোনো অভিযোগ নেই, যদিও তাদের সাথে আমার কোনো মিলই নেই, তাই অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ আমার কোন অভিযোগ নেই তোমাদের প্রতি, তবে যে কারণে তুমি বদলে গিয়েছো, আমাকে পাবে না কখনো তাতে, আমি রবো এক নিশ্চুপ নিশির নিশাচর হয়ে, তোমার ঘরের দাওয়ায়।

বেকারত্বের গল্প ◑ দাম ছাড়া খাম ◑ রহিম রোমান ◑ গল্প কবিতা

দামছাড়া খাম লেখকঃ - রহিম রোমান বাংলাদেশে এই বছর ৬৭ জন বেকার  যুবক আত্মহত্যা করেছেন মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য। বাবার সাথে সকালের নাস্তা করতে করতে টিভি দেখছিলাম। হঠাৎ এই নিউজটা শুনে বুকটা কেমন জানি করে উঠলো। বাবাও মুখটা ফ্যাকাসে করে অফিসের দিকে চলে গেলেন। আমি রনি। এসএসসি এক্সামও শেষ, তাই আপাতত হাতে কোনো কাজ নেই... তাই সকালবেলাই মাঠের দিকে চললাম,বন্ধুদের সাথে আড্ডা দিবো বলে।যেতে যেতেই একটা মানুষকে দেখলাম ডাক বাংলোর সামনে ইটের কংকর নিয়ে রাস্তার উপর কি যেন আঁকছেন। বেশ ভদ্র, পরিপাটি, ছিমছাম পোশাক পরা,চোখে কালো ফ্রেমের চশমা।দেখতে তো খারাপ না,কিন্তু উনি এখানে কি করছেন!!! কাছে যেতেই বললেন,এই!! এদিকটাই এসো না.. এখানে একটা কঠিন অংকের সমাধান করছি আমি... আমিও হাসতে হাসতে চলে এলাম... মনে করলাম হয়তো পাগল হবে!!আর নয়তো কে ই বা এমন করে অংক কষে!! এর কয়েকদিন পরে আবারো দেখলাম, কয়েকটা বড় বড় বই নিয়ে পড়ছেন!! আমার আবার পড়ার প্রতি তেমন একটা আগ্রহ নেই... তাই ইগনোর করে চলে আসলাম। হঠাৎ,পাগল লোকটা এসে বলল,এই ছোকরা পড়ালেখা কি করিস!! না করলেও সমস্যা নেই,এদেশে কিচ্ছু হবে না!! আমি বললাম, কেন?? সে বলল,...

ইসলামিক গল্প কথা ◑ রহিম রোমান

ছবি
  ইসলামিক গল্প কথা. লেখকঃ- রহিম রোমান হে ভাই!!! তুমি আমার তোমার আল্লাহ সুবহানু তায়ালা’কে দেখতে চাও.... আকাশ বাতাস চন্দ্র তারা গ্যালাক্সি,ক্লাস্টার দেখিও না... তুমি আল-কুরআন ওয়াল ফুরকানে কারীমের নিকট বসে যাও... তুমি আল্লাহর প্রতি সন্দেহ পোষণ করো?? আলিফ-লাম-মিম,তিলাওয়াত শুরু করো... তুমি আমার আল্লাহ ছিফত জানতে চাও... সুরা ইখলাস শুরু করো... তুমি আমার শপথ সম্পর্কে জানতে চাও... সুরা আছর খুলে দেখো... বলা আছে, মহাকালের শপথ,মানবজাতি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে!! তুমও আমার আল্লাহর বিচার দেখতে চাও?? সুরা-আল-যিলযাল খুলে পড়ো... আমার তোমাদের সেদিন কিছু বেশি,কিছু কম বিচার করবো না,জাররা জাররা হিসাব হবে... কেউ বলতে পারবেন না,আল্লাহ তার প্রতি জুলুম করেছেন.... তুমি কালোজাদু,বান টোনা ইত্যাদি থেকে মুক্তি পেতে চাও? সুরা ফালাক্ব ও সুরা নাছ পড়ো... তুমি ৭ যুবকের ইমান দেখতে চাও... সুরা কাহাফ পড়ো!!!!!! তুমি মহাবিশ্বসহ মহাসৃষ্টির ব্যাখ্যাী কথা জানতে চাও... সুরা নাহল পড়ো..  তুমি আমার নবীকে যে আল্লাহ, আরশ-মু আল্লায় ঘুরিয়ে ছেন,তা জানতে চাও??? সুরা নজম পড়ো!!! তুমি আমার আল্লাহর ক্ষমতার ছিটেফোঁটা দেখতে চাও... সুর...

ভালোবাসা ◑ গল্প কথা ◑ রহিম রোমান

ছবি
✪ ভালোবাসার আবদার তবে অন্যায় আবদার নয়...😍 হায় আল্লাহ!!! এটা আমি কি দেখলাম!! তোমার সৃষ্টির মাঝে সেই মেয়েটিকে আমার এক আকাশভরা তারার মাঝে চাঁদের কলঙ্কবিহীন একটি উল্কাপিণ্ড মনে হয়,যার রোশনি আমার চোখকে এফোঁড়ওফোঁড় করে দিয়ে মগজের ডুকছে!!! হয়তো,সে আমাকে বলবে না, আমি আপনাকে সিভালোভা "!! কিন্তু,সে হয়তো চাই,আমি তার পাশে থেকে তার প্রতিটি কথায় সাঁই দেই!!! আমি তো অতোটা বোকা নয়,যতটা আমি নিজেকে নিজেই মনে করি... আমি চাই...মেয়েটিকে রাগিয়ে দিয়ে তার কাছে কিছু বকা শুনতে!! যখন,রাগের পরিমান বেড়ে যাবে,তখন বলবো!!! প্লিজ রাগ করিও না..আমি তো জাস্ট ফান করছি!! আরেহ, আমি একটু মজা করছি,এটা না বুঝলে কি চলে!! হায় আল্লাহ!! মেয়ের মাথায় তো দেখি মরুভূমির আবহাওয়া বিরাজমান!!! আচ্ছা,যাও আর করবো না!!তবুও রাগ করে থেকো না, প্লিজ।। আর যারা এই ওয়ার্ডগুলো লেইম হিসেবে নেই,তারা আসলে ভালোবাসার মিনিংটা না বুঝেই,ভালোটা খুঁজতে গিয়ে হারিয়ে যায়... তারা মনে করে, দুইদিন পরপর একেকটা রিলেশনশিপে যাওয়ার নামই ভালোবাসা... কিন্তু,আমি তে জানি,ভালোবাসা অসীম... আর আমি ততক্ষণই চেয়ে রবো, তার ঐ চোখগুলোর দিকে, যতক্ষণ আল্লাহ তৌফিক দেন!!! আমি তার কাছ...