একটি বাক্য ◑ কবিতা ◑ রহিম রোমান

 একটি বাক্য

📝লেখকঃ রহিম রোমান

এক কাপ চা হাতে দাড়িয়ে ঐ বেলকনিতে

শুধু তারই অপেক্ষায়, বেলাহীন অবেলাতে,

কয়েক মুহূর্তের সেই চাহনি,

কেড়ে নেয় হৃদের অন্তরখানি।

আমি তার অপেক্ষায় সময় নয়,

অসময়ের গণ্ডিতে ঘুরপাক খেয়ে রই।

শুধু তার ঔষ্ঠ্যফোটা একটি বাক্যের আশায়,

সেই মহাবাক্য কি আমার কর্ণভেদ করবে,

হবে হোক তা যদিও অমানিশায়।

পরোয়া করি শুধু তীব্র আখির বাঁকা পল্লবীকে

ভয়ে নয়,হারিয়ে ফেলার আশঙ্কায়,

যদি তার মুখের সেই মহাবাক্য পাছে না শুনি।

তাই তার কাজেই সায় দিই,

তবে তাকে ছেড়ে দিয়ে নয়,আকড়ে ধরে,

অসীমের অনন্তে হারিয়ে যেতে চাই,

আর একটি চাওয়া তার মুখবাণীর একটি বাক্য

সে কি বলবে আমায়,

"আমার শুধু তোমায় চাই"।

আহ! সেই একটি বাক্যের জন্য প্রহর গুনছি,

কবে পাবো শুনতে সেই অমৃত বাক্য।.

মন্তব্যসমূহ