ভালোবাসা ◑ গল্প কথা ◑ রহিম রোমান

ভালোবাসার আবদার তবে অন্যায় আবদার নয়...😍

হায় আল্লাহ!!!

এটা আমি কি দেখলাম!! তোমার সৃষ্টির মাঝে সেই মেয়েটিকে আমার এক আকাশভরা তারার মাঝে চাঁদের কলঙ্কবিহীন একটি উল্কাপিণ্ড মনে হয়,যার রোশনি আমার চোখকে এফোঁড়ওফোঁড় করে দিয়ে মগজের ডুকছে!!!
হয়তো,সে আমাকে বলবে না, আমি আপনাকে সিভালোভা "!!
কিন্তু,সে হয়তো চাই,আমি তার পাশে থেকে তার প্রতিটি কথায় সাঁই দেই!!!
আমি তো অতোটা বোকা নয়,যতটা আমি নিজেকে নিজেই মনে করি...
আমি চাই...মেয়েটিকে রাগিয়ে দিয়ে তার কাছে কিছু বকা শুনতে!!
যখন,রাগের পরিমান বেড়ে যাবে,তখন বলবো!!!
প্লিজ রাগ করিও না..আমি তো জাস্ট ফান করছি!!
আরেহ, আমি একটু মজা করছি,এটা না বুঝলে কি চলে!!
হায় আল্লাহ!! মেয়ের মাথায় তো দেখি মরুভূমির আবহাওয়া বিরাজমান!!!
আচ্ছা,যাও আর করবো না!!তবুও রাগ করে থেকো না, প্লিজ।।
আর যারা এই ওয়ার্ডগুলো লেইম হিসেবে নেই,তারা আসলে ভালোবাসার মিনিংটা না বুঝেই,ভালোটা খুঁজতে গিয়ে হারিয়ে যায়...
তারা মনে করে, দুইদিন পরপর একেকটা রিলেশনশিপে যাওয়ার নামই ভালোবাসা...
কিন্তু,আমি তে জানি,ভালোবাসা অসীম...
আর আমি ততক্ষণই চেয়ে রবো, তার ঐ চোখগুলোর দিকে, যতক্ষণ আল্লাহ তৌফিক দেন!!!
আমি তার কাছে, কোনো অন্যায় আবদার করতে চাই না..
আমি শুধু আমার প্রাপ্য ভালোবাসার কিছু কিছু অংশ নিয়ে, তার পাশাপাশি সারাটি সময় হাঁটতে চাই...
হোক তা ইহকাল কিংবা পরকাল!!!!
ইনশাআল্লাহ...
আল্লাহ একদিন,আমার সকল ইনশাআল্লাহসমূহকে আলহামদুলিল্লাহতে পরিণত করে দিবেন...
.
.
.

📝__লেখকঃ- রহিম রোমান


🔎লোকেশনঃ বোয়ালখালী, চট্টগ্রাম।
📊প্রকাশকঃ সাহেদুল হাসান। 

মন্তব্যসমূহ