নিশ্চুপ নিশাচর ◑ কবিতা ◑ রহিম রোমান
নিশ্চুপ নিশাচর
📝লেখকঃ- রহিম রোমান
চারদিকে নিশ্চুপ নিঝুম এক রাত,
রোমন্থন করি তোমায় না পাওয়ার সাধ!
কতই না স্মৃতিকাতর আমি তুমি যদি আঁচ করতে,
তাহলে হয়তো বিচ্ছেদের কিছুই আসতো না।
এই সময়ে কে যেন নীরবতাকে ভূলুণ্ঠিত করছে,
হয়তো তোমাদের ঐ রজনীবিলাশি দল,
তারা আমার মতো ধ্রুপদকে দেখতেই পারে না,
তবে আমি যে এক নিশাচর,
তাই তাদের প্রতি কোনো অভিযোগ নেই,
যদিও তাদের সাথে আমার কোনো মিলই নেই,
তাই অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ আমার কোন অভিযোগ নেই তোমাদের প্রতি,
তবে যে কারণে তুমি বদলে গিয়েছো,
আমাকে পাবে না কখনো তাতে,
আমি রবো এক নিশ্চুপ নিশির নিশাচর হয়ে,
তোমার ঘরের দাওয়ায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন