জীবনমূখী কবিতা

 ব্যথার নৈবদ্য

লেখকঃ- রহিম রোমান

নিজের কিছু অনুভূতি বিলিয়ে দিয়ে

স্বার্থ রক্ষার্থে নিঃস্বার্থ মানুষটাও আজ একা,

সামনে রয়েছে এক ব্যথার প্রাচীর,

যা চিরকালই রবে দুর্ভেদ্য,

আছে সেখানে এক জীবন্ত শমনাহত লাশের

সাজিয়ে রাখা ব্যথার নৈবদ্য,

যা অজানায় রয়ে যাবে সহস্র,নিযুত অব্দ,

শুধু রবে ক্ষীণ হাওয়া বয়ে যাওয়া শব্দ।

সকল নৈবদ্য যে,সবাই নিতে চায় না,

করে না,তার জন্য কোনো বায়না,

কেন নিবে? তা যদি হয় রক্তমাখা আয়না?

তারই এক অবসর এই ব্যথার নৈবদ্য,

যার অপেক্ষায় শুধু একা একজন অবাধ্য,

দুর্ভেদ্য, পথিক, যে ছিল রুদ্ধ।

রুদ্র প্রতাপের মতো তার চাহনি,ব্যথার নৈবদ্য

লেখকঃ- রহিম রোমান

নিজের কিছু অনুভূতি বিলিয়ে দিয়ে

স্বার্থ রক্ষার্থে নিঃস্বার্থ মানুষটাও আজ একা,

সামনে রয়েছে এক ব্যথার প্রাচীর,

যা চিরকালই রবে দুর্ভেদ্য,

আছে সেখানে এক জীবন্ত শমনাহত লাশের

সাজিয়ে রাখা ব্যথার নৈবদ্য,

যা অজানায় রয়ে যাবে সহস্র,নিযুত অব্দ,

শুধু রবে ক্ষীণ হাওয়া বয়ে যাওয়া শব্দ।

সকল নৈবদ্য যে,সবাই নিতে চায় না,

করে না,তার জন্য কোনো বায়না,

কেন নিবে? তা যদি হয় রক্তমাখা আয়না?

তারই এক অবসর এই ব্যথার নৈবদ্য,

যার অপেক্ষায় শুধু একা একজন অবাধ্য,

দুর্ভেদ্য, পথিক, যে ছিল রুদ্ধ।

রুদ্র প্রতাপের মতো তার চাহনি,

মন্তব্যসমূহ