প্রসঙ্গ তুমি | রহিম রোমান | কবিতা



 প্রসঙ্গ তুমি

লেখকঃ- রহিম রোমান

আমার চোখের শুষ্ক নদে জল এনে দিল..

তোমার নীরব শান্ত চাহনি...

তারি সাথে মনে ভূমিকম্প হয়...

যদি হারিয়ে ফেলি...

তারি যত শত শত ভয়...

আমার হাতের মুষ্টিটা আজ শক্তি খুঁজে ফিরে...

সেই হাতেরই শক্তি ফিরে তোমার আবেশ ঘিরে...

দেখলে তোমায়..

পা দুখানা বেজায় বেয়াড়া, যায় যে কোমায়..

নড়তে চায় না,একটুকু..

তোমায় নিয়ে সারতে চাই গো..

টং দোকানের চা টুকু..

থাকলে তুমি সাথে পাতে..

আমার গায়ের শিরা কাঁপে..

দেখলে তোমায়,অভিধান আমার..

যায় হয়ে শুন্য অসাড়...

চিরকালই এক আসক্ত আমি..

যখন শুধু প্রসঙ্গ তুমি।।

মন্তব্যসমূহ