ইসলামিক গল্প কথা ◑ রহিম রোমান
ইসলামিক গল্প কথা.
লেখকঃ- রহিম রোমান
হে ভাই!!!
তুমি আমার তোমার আল্লাহ সুবহানু তায়ালা’কে দেখতে চাও....
আকাশ বাতাস চন্দ্র তারা গ্যালাক্সি,ক্লাস্টার দেখিও না...
তুমি আল-কুরআন ওয়াল ফুরকানে কারীমের নিকট বসে যাও...
তুমি আল্লাহর প্রতি সন্দেহ পোষণ করো??
আলিফ-লাম-মিম,তিলাওয়াত শুরু করো...
তুমি আমার আল্লাহ ছিফত জানতে চাও...
সুরা ইখলাস শুরু করো...
তুমি আমার শপথ সম্পর্কে জানতে চাও...
সুরা আছর খুলে দেখো...
বলা আছে, মহাকালের শপথ,মানবজাতি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে!!
তুমও আমার আল্লাহর বিচার দেখতে চাও??
সুরা-আল-যিলযাল খুলে পড়ো...
আমার তোমাদের সেদিন কিছু বেশি,কিছু কম বিচার করবো না,জাররা জাররা হিসাব হবে...
কেউ বলতে পারবেন না,আল্লাহ তার প্রতি জুলুম করেছেন....
তুমি কালোজাদু,বান টোনা ইত্যাদি থেকে মুক্তি পেতে চাও?
সুরা ফালাক্ব ও সুরা নাছ পড়ো...
তুমি ৭ যুবকের ইমান দেখতে চাও...
সুরা কাহাফ পড়ো!!!!!!
তুমি মহাবিশ্বসহ মহাসৃষ্টির ব্যাখ্যাী কথা জানতে চাও...
সুরা নাহল পড়ো..
তুমি আমার নবীকে যে আল্লাহ, আরশ-মু আল্লায় ঘুরিয়ে ছেন,তা জানতে চাও???
সুরা নজম পড়ো!!!
তুমি আমার আল্লাহর ক্ষমতার ছিটেফোঁটা দেখতে চাও...
সুরা -ফীল পড়ো...
তুমি আমার আল্লাহর সহজ সমাধান দেখতে চাও!!!
সুরা কাফিরূন পড়ো...
তুমি আমার আল্লাহ যে আমার রাসুলকে উদ্দেশ্য করে কুরআনের সুমধুর বাণী দিয়েছেন তা পড়তে চাও...
তাহলে সুরা ইয়াছিন ও সুরা আর-রাহমান পড়ো..
তুমি আমার নবীর প্রতি আল্লাহর উপহার দেখতে চাও..
সুরা -আল কাউসার পড়ো...
তুমি আমার নবীকে আল্লাহ যে নুর হিসেবে পাঠিয়েছেন সেটা জানতে চাও???
সুরা মায়েদার, ১৫ নাম্বার আয়াত পড়ো...
আমি তোমাদের জন্য নুর ও কিতাব প্রেরণ করেছি...
তুমি আমার আল্লাহর ধারাবাহিকতা দেখতে চাও??
মহান আশুরা ১০ই মহররম আদ্যোপান্ত জেনে নাও...
তুমি বলো ইসলাম অজ্ঞতার কথা বলে...
আমার আল্লাহই তো প্রেরণ করেছেন সর্বপ্রথম
সুরা আলাক্বে ইক্বরা অর্থ পড়ুন...
তুমি বলো ইসলাম মেয়েদেরকে স্বাধীনতা দেয় না...
তাহলে, তুমি হয়তো ইসলামী শারীয়াহ খুলেও দেখো...
রাসুলে কারীম(সাঃ)এর হাদিছ জিনিসটা তুমি চিনোই না।।
তুমি ইসলামকে ইতিহাস শেখাতে এসো না...
ইসলাম, ইতিহাস শুনে নয়,শিখে না,দেখে না,
তৈরী করে!!!!!তৈরী!!!
আসসালামু আলাইকুম..
✪✪✪ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে শিখিয়ে দিবেন।🙏
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন