ফিলিস্তিন ◑ কবিতা ◑ রহিম রোমান
ফিলিস্তিনের কান্না লেখক: রহিম রোমান বিশ্ব মানবতা চেয়ে দেখো আজ কান্না করছে ফিলিস্তিন, লুকিয়ে রেখেছে ইসরাইলীরা স্বাধীনতা তাদের, পূর্ণ করেছে জামার আস্তিন। তবুও তোমরা কিছু বলো না মুখে কি দিয়েছো শক্ত লাগাম মুসলিম বিশ্ব দেখো না কেন অপমানিত হচ্ছে ঐ বায়তুল লাহাম। পবিত্র কিবলা বায়তুল মুকাদ্দাস হয়ে যাচ্ছে হাতছাড়া, এবারো কি তোরা বসে থাকবি নাড়া, তোদের বিবেক নাড়া। শোষণ করতেই থাকবে কি চিরকাল ঐ নরকের অতিথি হতচ্ছাড়া জালিমরা জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে বলছি তোমাদের, ঐ তথাকথিত আলিমরা। গড়ে তোল এক শক্ত প্রতিরোধ জাহেলিয়াতের শক্ত দুয়ার ভেঙে ফেল আজ করে দাও জালিমদের পথ অবরোধ। সাবাস!সাবাস! এগিয়ে যাও হামাস আমরাও আছি একসাথে আমরাও পড়বো কদর নামাজ কাধে কাধ মিলিয়ে কোনো এক কদর রাতে। আল-আকসা, তুমি প্রাণের দাবি দিন রাত শুধু তোমায় ভাবি জিতবো তোমায় অদূরে প্রস্তুত আমরা, যাচ্ছি এখন সমরে। নেতৃত্ব চাই ওমর তোমার, চাই সালাহ উদ্দীন আইয়ুবীকে, নাড়াতে হবে জোরে জোরে টনকে ঐ বিশ্ববিবেককে। আছে আমাদের ঐ মহান রব একজনমাত্র ঐ আসমানের মালিক ঐ পাক আল্লাহ জয় হবেই হবে সত্যের পথিক জিতবো আমরা ইনশাআল্লাহ।